“Jodi Tare Nai Chini Go Lyrics” sung by Hemanta Kumar Mukhopadhyay & Rabindranath Tagore from The Shadow Of Tagore Vol. 2 represents the English Music Ensemble. The name of the song is Jodi Tare Nai Chini Go.
Jodi Tare Nai Chini Go Lyrics
যদি তারে নাই চিনি গো, সে কি…
সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে?
জানি নে, জানি নে
যদি তারে নাই চিনি গো, সে কি…
সে কি আমার কুঁড়ির কানে কবে?
সে কি আমার কুঁড়ির কানে
কবে কথা গানে গানে?
পরাণ তাহার নেবে কিনে
এই নব ফাল্গুনের দিনে?
জানি নে, জানি নে
যদি তারে নাই চিনি গো, সে কি…
সে কি আপন রঙে ফুল রাঙাবে?
সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে?
আপন রঙে ফুল রাঙাবে
সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে?
ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ…
ঘোমটা আমার নতুন পাতার
হঠাৎ দোলা পাবে কি তার?
গোপন কথা নেবে জেনে
এই নব ফাল্গুনের দিনে?
জানি নে, জানি নে
যদি তারে নাই চিনি গো, সে কি…
সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে?
জানি নে, জানি নে
যদি তারে নাই চিনি গো, সে কি…
Video Song
This is the end of “Jodi Tare Nai Chini Go Lyrics”.
If you have any suggestion or correction in the Lyrics, Please contact us or comment below.